এইচএসসি আইসিটি সাপ্লিমেন্ট ২০২৫ | HSC ICT Supplement PDF
উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের পরীক্ষার ভালো প্রস্তুতি নেওয়ার জন্য আইসিটি সাপ্লিমেন্ট প্রয়োজন। আমরা এখানে ২০২৫ সালের পরীক্ষার্থীদের জন্য বিগত বছরের প্রশ্ন সম্বলিত একটি সাপ্লিমেন্ট শেয়ার করছি। এতে রয়েছে বিগত বিভিন্ন বোর্ড পরীক্ষা এবং শীর্ষস্থানীয় কলেজগুলোর প্রশ্নপত্রসহ আরও বিভিন্ন প্রশ্নপত্র এবং উত্তরমালা ।
কি কি থাকছে আইসিটি সাপ্লিমেন্ট এ?
- বিভিন্ন বোর্ড প্রশ্ন
- শীর্ষস্থানীয় কলেজের প্রশ্ন
- মডেল টেস্ট প্রশ্ন
- হাজার+ MCQ
HSC ICT Supplement PDF | এইচএসসি আইসিটি সাপ্লিমেন্ট
এই পোস্টের শেষে তোমরা আইসিটি সাপ্লিমেন্ট ডাউনলোড করার লিংক পাবে। তার আগে এই যুক্তিবিদ্যা সাপ্লিমেন্ট থেকে কিছু নমুনা সৃজনশীল প্রশ্ন ও বহুনির্বাচনী প্রশ্ন দেখে নাও। এই আইসিটি সাপ্লিমেন্ট তোমরা বহুনির্বাচনি অর্থাৎ MCQ প্রশ্নগুলো উত্তরসহ পাবে।
সাপ্লিমেন্ট থেকে কিছু প্রশ্ন :
১.টিভিতে পদ্মা সেতুর বিজ্ঞাপনে রাফি দেখল সেতু দিয়ে গাড়ি ও ট্রেন চলছে। সে তার বড় ভাই জামানের কাছে জানতে চাইল- নির্মাণ শেষ না হলেও এভাবে সেতু দিয়ে গাড়ি চলার ভিডিও দেখানো সম্ভব কীভাবে? জামান প্রযুক্তিটি ব্যাখ্যা করল এবং বলল বর্তমানে কখন, কোন যানবাহন, কোথায়, কোন অবস্থানে আছে তাৎক্ষণিক জানাও সম্ভব।
ক. রোবোটিক্স কী?
খ. “সংবাদে আজ যে কেউ যেকোনো স্থান থেকে যুক্ত হতে পারে।” বর্ণনা কর।
গ. জামান কোন প্রযুক্তির ব্যাখ্যা করল তা বর্ণনা কর।
ঘ. যানবাহন অবস্থানের ব্যাপারটি যাত্রী ও বাহনের নিরাপত্তায় জোরালো ভমিকা রাখতে পারে এ মতের সপক্ষে তোমার যুক্তি দাও।
উত্তর :
ক .
বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তির সমন্বয়ে গঠিত যে বিষয়টি রোবটের ধারণা, নকশা, উৎপাদন, কার্যক্রম কিংবা ব্যবহার বাস্তবায়ন করতে পারে তাই হলো রোবটিক্স।
খ.
সংবাদে আজ যে কেউ যেকোনো স্থান থেকে যুক্ত হতে পারে ভিডিও কনফারেন্সিং প্রক্রিয়ার মাধ্যমে। ভিডিও কনফারেন্সিং হলো ইন্টারনেট নির্ভর একটি অত্যাধুনিক টেলিযোগাযোগ ব্যবস্থা। এক জায়গা থেকে অন্য জায়গায় এমনকি এক দেশ থেকে অন্য দেশে যেকোনো সময় ইন্টারনেট সংযোগের মাধ্যমে ভিডিও কনফারেন্সিং প্রক্রিয়ায় যেকেউ যেকোনো স্থান থেকে সংবাদে যুক্ত হতে পারে। বর্তমানে বহুল ব্যবহৃত কিছু ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার হলো- স্কাইপি, ইমো, ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, জুম ইত্যাদি।
গ.
উদ্দীপকের জামানের ব্যাখ্যাকৃত প্রযুক্তিটি হলো ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন এক ধরনের কৃত্রিম পরিবেশ, যা ব্যবহারকারীদের কাছে উপস্থাপন করা হলে এটিকে বাস্তব পরিবেশ
মনে হয়। ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ তৈরির জন্য শক্তিশালী কম্পিউটারে সংবেদনশীল গ্রাফিক্স ব্যবহার করতে হয়। সাধারণ গ্রাফিক্স আর ভার্চুয়াল জগতের গ্রাফিক্সের মধ্যে তফাত হলো এখানে
শব্দ এবং স্পর্শকেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। ভার্চুয়াল রিয়েলিটিতে
ত্রি-মাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও করা সম্ভবপর
হয়। কল্পনার পাখায় ভর করে ইচ্ছে করলে চাঁদের মাটিতে হেঁটে
আসা, প্রশান্ত মহাসাগরের গভীরতম অঞ্চলে ঘুরে আসা, মানুষের
মস্তিষ্কের নিউরাল সংযোগের উপর দিয়ে হাঁটা কিংবা জুরাসিক পার্কের
সেই অতিকায় ডায়ানোসরের তাড়াও খাওয়া যায়। এই ভার্চুয়াল
রিয়েলিটি প্রযুক্তি ব্যবহার করেই পদ্মা সেতুর মডেল তৈরি করে তার
উপর দিয়ে গাড়ি চালনার ভিডিও তৈরি করা হয়েছে। মূলত ভার্চুয়াল
রিয়েলিটির মাধ্যমে কল্পিত যেকোনো দৃশ্য দেখা ও শুনা সম্ভব। তাই
বলা যায়, উদ্দীপকে টিভিতে পদ্মাসেতু তৈরি না হওয়ার পরও তার
বিভিন্ন দৃশ্য দেখানো সম্ভব হয়েছে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে।
ঘ .
যানবাহন অবস্থানের ব্যাপারটির যাত্রী ও বাহনের নিরাপত্তায় জোরালো ভ‚মিকা রাখতে পারে- এখানে এচঝ সম্পর্কে বলা হয়েছে।
গেøাবাল পজিশনিং সিস্টেম এর সংক্ষিপ্ত রূপ জিপিএস। এটি একটি কৃত্রিম উপগ্রহভিত্তিক যোগাযোগ ব্যবস্থা। জিপিএস থেকে এক ধরনের একমুখি ব্যবস্থায় ব্যবহারকারিগণ উপগ্রহ প্রেরিত সংকেত শুধুমাত্র গ্রহণ করতে পারে। এক সময় মানচিত্র, কম্পাস, স্কেল ইত্যাদি দিয়ে মেপে ও অক্ষাংশ-দ্রাঘিমাংশের সাহায্যে ভ‚-পৃষ্ঠের যেকোনো স্থানের অবস্থান নির্ণয় করা হতো। বিজ্ঞানের উন্নয়ন ও নতুন প্রযুক্তির উদ্ভাবনে এখন খুব সহজে ও নিখুঁতভাবে পৃথিবীর যেকোনো স্থানের অবস্থান সম্পর্কে জানতে এ প্রযুক্তি ব্যবহার করা হয়। গাড়ি, জাহাজ, প্লেন,
ল্যাপটপ এমনকি নতুন মডেলের মোবাইল ফোনেও এখন এচঝ রিসিভার থাকে। এ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করে যানবাহনের নির্ভুল অবস্থান, গতিবেগ, গতিপথ ইত্যাদি নির্ণয় করা যায়। এর মাধ্যমে একদিকে যেমন যানবাহনের নিরাপত্তা নিশ্চিত হয় অন্যদিকে যাত্রীদের নিরাপত্তাও নিশ্চিত করা যায়। জিপিএস রিসিভার সংযুক্ত গাড়িগুলোর ড্রাইভাররা সতর্কতার সাথে গাড়ি চালনা করতে বাধ্য হয় বলেই যাত্রী নিরাপত্তাও নিশ্চিত হয়।
২.ড. মিজান একজন আবহাওয়াবিদ। তিনি ভ‚মিকম্প নিয়ে গবেষণা করেন। ভ‚মিকম্পে বাংলাদেশের জানমালের ক্ষয়ক্ষতির পরিমাণ কীভাবে কমানো সম্ভব তা নিয়ে তার গবেষণা। এ গবেষণায় তিনি নিজের ল্যাবে বসেই ভ‚মিকম্পপ্রবণ দেশগুলোর গবেষকদের সাথে যোগাযোগ রাখেন। ভ‚মিকম্পের বাস্তব অনুভ‚তি ও করণীয় পর্যবেক্ষণ করতে তিনি জাপানের একটি অত্যাধুনিক প্রযুক্তি সংবলিত গবেষণা কেন্দ্রে গমন করেন।
ক. অ্যাকচুয়েটর কী?
খ. ই-কমার্স ব্যবসা বাণিজ্যকে সহজ করেছে ব্যাখ্যা কর।
গ. ড. মিজান কীভাবে অন্যান্য গবেষকদের সাথে যোগাযোগ করেন? - ব্যাখ্যা কর।
ঘ. ভ‚মিকম্পের বাস্তব অনুভ‚তি ও করণীয় নির্ধারণে ড. মিজান কোন প্রযুক্তির ব্যবহার দেখতে জাপানে গেলেন?- বিশ্লেষণ কর।
৩.নিচের প্রোগ্রামটি লক্ষ করে প্রশ্নগুলোর উত্তর দাও :
# include < stdio.h>
void main ( )
{
int i, s, n;
printf (“Enter Last Term ”);
scanf (“%d”, &n);
s = 0;
for (i = 1; i <= n; i = i + 3)
s = s + i;
printf (“Summation = % d”, s);
}
ক. প্রোগ্রাম কী?
খ. ‘সি’ ভাষাকে মিড লেভেল ভাষা বলা হয় কেন?
গ. প্রোগ্রামটির ফ্লোচার্ট আঁক।
ঘ. উদ্দীপকের প্রোগ্রামটি do...while লুপের মাধ্যমেও করা সম্ভব - কোডিংসহ ব্যাখ্যা কর।
ডাউনলোড সেকশন :
Subject | Download Link |
---|---|
ICT Supplement | Download Link |
ICT Test Paper | Download Link |
COMMENTS