ড. মুহাম্মদ ইউনুস সম্পর্কে সাধারণ জ্ঞান | GK About Dr Muhammad Yunus

ড. মুহাম্মদ ইউনুস সাধারণ জ্ঞান | GK About Dr Muhammad Yunus

ড. মুহাম্মদ ইউনুস সাধারণ জ্ঞান | GK About Dr Muhammad Yunus


মুহাম্মদ ইউনূসের জন্ম, জন্মস্থান ও পরিবার:

ড. মুহাম্মদ ইউনূস ২৮ জুন, ১৯৪০ সালে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। উনার পিতার নাম হাজী দুলা মিয়া সওদাগর যিনি পেশায় একজন জহুরি ছিলেন এবং মাতার নাম সুফিয়া খাতুন। দুই ভাই ও নয় বোনের মধ্যে ড. মুহাম্মদ ইউনূস ছিলেন তৃতীয়। মুহাম্মদ ইউনূসের ভাই মুহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ছোট ভাই মুহাম্মদ জাহাঙ্গীর একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব। মুহাম্মদ ইউনূসের সহধর্মিনীর নাম ড. আফরোজী ইউনুস। দুই কন্যার জনক মুহাম্মদ ইউনূস এর এক মেয়ের নাম মনিকা ইউনূস এবং অন্য জনের নাম দীনা আফরোজ ইউনূস।

মুহাম্মদ ইউনূসের শিক্ষা জীবন:

শিক্ষা জীবনের শুরুতে ড. মুহাম্মদ ইউনূস তার গ্রামের মহাজন ফকিরের স্কুল নামে একটি বিদ্যালয়ে অধ্যয়ন শুরু করেন। পরবর্তীতে ১৯৪৪ সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসায় তিনি গ্রামের স্কুল থেকে লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তী হন।

মাধ্যমিক পর্যায়ে ড. মুহাম্মদ ইউনূস চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানের ৩৯ হাজার শিক্ষার্থীর মধ্যে ১৬ তম স্থান অধিকার করেন। সপ্তম শ্রেণিতে পড়ার সময় তিনি বয়েজ স্কাউটসে যোগদান করেন এবং বয়েজ স্কাউটসের পক্ষ থেকে মাত্র ১৫ বছর বয়সে যুক্তরাষ্ট্র, কানাডাসহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেন।
পরবর্তীতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে তিনি চট্টগ্রাম কলেজে ভর্তী হন। এই সময়ে তিনি বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হন এবং কলেজ জীবনেই নাটকে অভিনয় করার জন্য প্রথম পুরষ্কার অর্জন করেন। এছাড়াও কলেজে অধ্যয়নকালীন সময়েই ড. মুহাম্মদ ইউনূস সাহিত্য পত্রিকা সম্পাদনা এবং আজাদী পত্রিকায় কলাম লেখার কাজে যুক্ত ছিলেন। পরবর্তীতে ১৯৫৭ সালে মুহাম্মদ ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকেই বিএ এবং এমএ সম্পন্ন করেন।

মুহাম্মদ ইউনূসের কর্মজীবন:

স্নাতকের পর কর্মজীবনের শুরুতেই মুহাম্মদ ইউনূস ব্যুরো অব ইকোনমিক্স -এ গবেষণা সহকারী হিসাবে যোগদান করেন। পরবর্তীতে ১৯৬২ সালে চট্টগ্রাম কলেজের অর্থনীতির প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৬৫ সালে তিনি ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং পূর্ণ বৃত্তি নিয়ে ভেন্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র থেকে ১৯৬৯ সালে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রী লাভ করেন।
১৯৬৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। পরবর্তীতে ১৯৭২ সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং ১৯৮৯ সাল পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন। ১৯৭৬ সালে মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। অর্থনৈতিক ভাবে দরিদ্র বাংলাদেশী নাগরিকদের ব্যাংকিং সুবিধায় আনার আনার জন্য এবং ঋণ প্রদান করার জন্য এই ব্যাংকটির অবদান রয়েছে অনেক। দরিদ্র নাগরিকদের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই ব্যাংকিং মডেল টি বিশ্বদরবারে অনেক প্রশংসা অর্জন করে এবং বিশ্বের অনেক উন্নত ও শিল্পোন্নত দেশসমূ গ্রামীণের এই মডেল ব্যবহার করতে উদ্বুদ্ধ হয়। তার এই অবদানের জন্য মুহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন।

২০২৪ সালের ৬ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করা হয়েছে। এবং পরবর্তীতে আগস্ট ২০২৪ তারিখে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন।

মুক্তিযুদ্ধে মুহাম্মদ ইউনূসের অবদান:

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মুহাম্মদ ইউনূস বাংলাদেশের পক্ষে বিদেশে জনমত গড়ে তোলা এবং মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদানের জন্য সাংগঠনিক কাজে নিয়োজিত ছিলেন। মুক্তিযুদ্ধ পরবর্তীকালীন সময়ে মুহাম্মদ ইউনূস দেশের নাগরিকদের দারিদ্র্যতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন। ১৯৭৪ সালে বাংলাদেশে সংঘটিত দুর্ভিক্ষের সময় তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণে ঋণ দরিদ্র মানুষের জীবন মান উন্নয়নে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করতে পারে। সেই সময়ে তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন। ১৯৭৪ সালে মুহাম্মদ ইউনুস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করে।

মুহাম্মদ ইউনূসের লিখা বইসমূহ : 

নিজের জ্ঞাণ ও ভাবনাগুলো সবার মধ্যে ছড়িয়ে দিতে মুহাম্মদ ইউনূস নিজের লেখা বেশ কিছু গ্রন্থ প্রকাশ করেন। যার মধ্যে অন্যতম বইগুলো নিম্নে উল্লেখ করা হল –

  • Banker to the Poor:Micro-lending and The battle against World Poverty. (১৯৯৮)
  • Three Farmers of Jobra; Department of Economics, Chittagong University; (১৯৭৪)
  • Creating a World Without Poverty
  • আত্মজীবনী মূলক বই – দারিদ্র্য হীন বিশ্বের অভিমুখে
  • দারিদ্র্যমুক্ত বিশ্বের জন্য
  • গ্রামীণ ব্যাংক ও আমার জীবন
  • পথের বাধা সরিয়ে নিন, মানুষকে এগুতে দিন

ড. মুহাম্মদ ইউনূস কে নিয়ে বহুল জিজ্ঞাসিত কিছু প্রশ্নের উত্তর:

প্রশ্ন: ড. মুহাম্মদ ইউনূস কত সালে নোবেল পুরষ্কার পান?
উত্তর: ড. মুহাম্মদ ইউনূস ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পান।

প্রশ্ন: ড. মুহাম্মদ ইউনূস কোন দল করেন?
উত্তর: ব্যাক্তিগত জীবনে ড. মুহাম্মদ ইউনূস কোন দলীয় রাজনীতি করেন নি। তবে নোবেল পুরষ্কার পাওয়ার মাত্র ৫ মাসের মধ্যে তিনি নাগরিক শক্তি নামক একটি রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন এবং পরবর্তীতে এই প্রক্রিয়া থেকে সরে আসেন। তবে ২০০৭ সালেও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে প্রস্তাব পেয়েছিলেন ডঃ মুহাম্মদ ইউনূস। সেবার তিনি এই প্রস্তাব টি নাকচ করে দেন।

ড. মুহাম্মদ ইউনূসের বিখ্যাত উক্তি:

বিভিন্ন সময় ড. মুহাম্মদ ইউনূস বিখ্যাত বেশ কিছু উক্তি প্রদান করেছেন। তার বিখ্যাত উক্তিগুলো থেকে সংগ্রহীত কিছু উক্তি তুলে ধরা হল।

” Poverty does not belong in civilized human society. Its proper place is in a museum. That’s where it will be. “

“Once we know where we want to go, getting there will be so much easier.”

” If you think creating a world without any poverty is impossible, let’s do it. Because it is the right thing to do ”

” We can remove poverty from the surface of the earth only if we can redesign our institutions – like the banking institutions, and other institutions; if we redesign our policies, if we look back on our concepts, so that we have a different idea of poor people”

” If we are looking for one single action which will enable the poor to overcome their poverty, I would focus on credit ”

” Like navigation markings in unknown waters, definitions of poverty need to be distinctive and unambiguous. A definition that is not precise is as bad as no definition at all”

ড. মুহাম্মদ ইউনূস ও তার জবনী নিয়ে বিভিন্ন তথ্য উপরিউক্ত আলোচনার মাধ্যমে তুলে ধরা হল। পরবর্তীতে উনার সম্পর্কে আরও হালনাগাদকৃত তথ্য এই পোস্টেই আপডেট করে দেওয়া হবে। আশাকরি চাকরির পরীক্ষার জন্য এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনার চাকরির প্রস্তুতিতে অনেক কাজে আসবে।

মুহাম্মদ ইউনূসের সম্মাননা ও পুরষ্কার সমূহ:

প্রথম বাংলাদেশী হিসেবে শান্তিতে নোবেল পুরষ্কার ছাড়াও ড. মোহাম্মদ ইউনূস পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৬২টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেশনাল গোল্ড মেডেল অর্জন করেন। ড. মুহাম্মদ ইউনূস ১০ টি দেশ থেকে বিশেষ সম্মাননা সহ সর্বমোট ২৬ টি দেশ থেকে ১১২ টি পুরষ্কার লাভ করেন। উনার উল্লেখযোগ্য পুরষ্কারসমূহ থেকে উল্লেখযোগ্য কিছু পুরষ্কার নিম্নে তুলে ধরা হল –
  • প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড। (১৯৭৮)
  • রামোন ম্যাগসেসে পুরস্কার। (১৯৮৪)
  • কেন্দ্রীয় ব্যাংক অ্যাওয়ার্ড। (১৯৮৫)
  • স্বাধীনতা পুরস্কার (১৯৮৭)
  • আগা খান অ্যাওয়ার্ড। (১৯৮৯)
  • কেয়ার পুরস্কার। (১৯৯৩)
  • নোবেল পুরস্কার (শান্তি)। (২০০৬)
  • মানবহিতৈষণা পুরস্কার, যুক্তরাষ্ট্র। (১৯৯৩)
  • মুহাম্মদ সাহেবুদ্দিন বিজ্ঞান (সামাজিক অর্থনীতি) পুরস্কার,শ্রীলঙ্কা (১৯৯৩)
  • রিয়াল এডমিরাল এম এ খান স্মৃতি পদক,বাংলাদেশ (১৯৯৩)
  • বিশ্ব খাদ্য পুরস্কার,যুক্তরাষ্ট্র (১৯৯৪)
  • পিফার শান্তি পুরস্কার, যুক্তরাষ্ট্র (১৯৯৪)
  • ডঃ মুহাম্মাদ ইব্রাহিম স্মৃতি স্বর্ণ পদক, বাংলাদেশ (১৯৯৪)
  • ম্যাক্স সছমিধেইনি ফাউন্ডেশন ফ্রিডম পুরস্কার,সুইজারল্যান্ড (১৯৯৫)
  • ঢাকা মেট্রোপলিটন রোটারারি ক্লাব ফাউন্ডেশন পুরস্কার, বাংলাদেশ (১৯৯৫)
  • আন্তর্জাতিক সাইমন বলিভার পুরস্কার (১৯৯৬)
  • ভ্যানডারবিল্ট বিশ্ববিদ্যালয় বিশিষ্ট আলামনাই পুরস্কার, যুক্তরাষ্ট্র (১৯৯৬)
  • আন্তর্জাতিক একটিভিটিস্ট পুরস্কার, যুক্তরাষ্ট্র (১৯৯৭)
  • প্লানেটরি কনশিয়াশনেস বিজনেস ইনোভেশন পুরস্কার, জার্মানি (১৯৯৭)
  • হেল্প ফর সেলফ হেল্প পুরস্কার,নরওয়ে (১৯৯৭)
  • শান্তি মানব পুরস্কার (ম্যান ফর পিস এওয়ার্ড), ইতালি (১৯৯৭)
  • বিশ্ব ফোরাম পুরস্কার, যুক্তরাষ্ট্র (১৯৯৭)
  • ওয়ান ওয়ার্ল্ড ব্রডকাস্টিং ট্রাস্ট মিডিয়া পুরস্কার, যুক্তরাজ্য (১৯৯৮)বিশ্ব
  • দ্যা প্রিন্স অফ আউস্তুরিয়া এ্যাওয়ার্ড ফর কনকর্ড, স্পেন (১৯৯৮)
  • সিডনি শান্তি পুরস্কার, অস্ট্রেলিয়া (১৯৯৮)
  • অযাকি (গাকুডো) পুরস্কার, জাপান (১৯৯৮)
  • ইন্দিরা গান্ধী পুরস্কার, ইন্ডিয়া (১৯৯৮)
  • জাস্টটি অফ দ্যা ইয়ার পুরস্কার,ফ্রান্স (১৯৯৮) ( Les Justes D’or )
  • রোটারারি এ্যাওয়ার্ড ফর ওয়ার্ল্ড আন্ডারস্ট্যান্ডিং, যুক্তরাষ্ট্র (১৯৯৯)
  • গোল্ডেন পেগাসাস এ্যাওয়ার্ড, ইটালি (১৯৯৯)
  • রোমা এ্যাওয়ার্ড ফর পিস অ্যান্ড হিউম্যানিটারিয়ান, ইটালি (১৯৯৯)
  • রাথিন্দ্রা পুরস্কার, ইন্ডিয়া (১৯৯৮)
  • অমেগা এ্যাওয়ার্ড অফ এক্সিলেন্সি ফরব লাইফ টাইম এচিভমেন্ট, সুইজারল্যান্ড (২০০০)
  • এ্যাওয়ার্ড অফ দ্যা মেডেল অফ দ্যা প্রেসিডেন্সি,ইটালি (২০০০)
  • কিং হুসেইন হিউম্যানিটারিয়ান লিডারশীপ এ্যাওয়ার্ড, জর্ডান (২০০০)
  • আই ডি ই বি গোল্ড মেডেল এ্যাওয়ার্ড, বাংলাদেশ (২০০০)
  • আরতুসি পুরস্কার, ইটালি (২০০১)
  • গ্র্যান্ড প্রাইজ অফ দ্যা ফুকুওকা এশিয়ান কালচার পুরস্কার, জাপান (২০০১)
  • হো চি মীণ পুরস্কার, ভিয়েতনাম (২০০১)
  • আন্তর্জাতিক সহযোগিতা পুরস্কার ‘কাজা ডি গ্রানাডা’, স্পেন (২০০১)
  • নাভারা ইন্টারন্যাশনাল এইড এ্যাওয়ার্ড, স্পেন (২০০১)
  • মহাত্মা গান্ধী পুরস্কার, যুক্তরাষ্ট্র (২০০২)
  • বিশ্ব টেকনোলজি নেটওয়ার্ক পুরস্কার, যুক্তরাজ্য (২০০৩)
  • ভলভো পরিবেশ পুরস্কার, সুইডেন (২০০৩)
  • জাতীয় মেধা পুরস্কার, কলম্বিয়া (২০০৩)
  • দ্যা মেডেল অফ দ্যা পেইন্টার অসওয়াল্ড গুয়ায়াসামিন পুরস্কার, ফ্রান্স (২০০৩)
  • তেলিছিনকো পুরস্কার, স্পেন (২০০৪)
  • সিটি অফ অরভিতো পুরস্কার, ইটালি (২০০৪)
  • দ্যা ইকোনমিস্ট ইনোভেশন পুরস্কার, যুক্তরাষ্ট্র (২০০৪)
  • ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কাউন্সিল এ্যাওয়ার্ড, যুক্তরাষ্ট্র (২০০৪)
  • লিডারশীপ ইন সোশ্যাল অন্টাপ্রিনেয়ার এ্যাওয়ার্ড, যুক্তরাষ্ট্র (২০০৪)
  • প্রিমিও গ্যালিলীয় ২০০০ স্পেশাল প্রাইজ ফর পিস ২০০৪, ইটালি (২০০৪)
  • নিক্কেই এশিয়া পুরস্কার, জাপান (২০০৪)
  • গোল্ডেন ক্রস অফ দ্যা সিভিল অর্ডার অফ দ্যা সোশ্যাল সলিডারিটি,স্পেন (২০০৫)
  • ফ্রিডম এ্যাওয়ার্ড, যুক্তরাষ্ট্র (২০০৫)
  • বাংলাদেশ কম্পিউটার সোসাইটি গোল্ড মেডেল, বাংলাদেশ (২০০৫)
  • প্রাইজ ২ পন্টে, ইটালি (২০০৫)
  • ফাউন্ডেশন অফ জাস্টিস, স্পেন (২০০৫)
  • হার্ভার্ড ইউনিভার্সিটি নেউসতাদ এ্যাওয়ার্ড, যুক্তরাষ্ট্র (২০০৬)
  • গ্লোব সিটিজেন অফ দ্যা ইয়ার এ্যাওয়ার্ড,যুক্তরাষ্ট্র (২০০৬)
  • ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট স্বাধীনতা পুরস্কার, নেদারল্যান্ড (২০০৬)
  • ইতু বিশ্ব তথ্য সংগঠন পুরস্কার, সুইজারল্যান্ড (২০০৬)
  • সিউল শান্তি পুরস্কার, কোরিয়া (২০০৬)
  • কনভিভেঞ্চিয়া (উত্তম সহকারিতা) সেউতা পুরস্কার, স্পেন (২০০৬)
  • দুর্যোগ উপশম পুরস্কার, ইন্ডিয়া (২০০৬)
  • সেরা বাঙালী, ইন্ডিয়া (২০০৬)
  • গ্লোবাল ট্রেইলব্লেজার পুরস্কার, যুক্তরাষ্ট্র (২০০৭)
  • এ বি আই সি সি এ্যাওয়ার্ড ফর লিডারশীপ ইন গ্লোবাল ট্রেড, যুক্তরাষ্ট্র (২০০৭)
  • সামাজিক উদ্যোক্তা পুরস্কার, যুক্তরাষ্ট্র (২০০৭)
  • বিশ্ব উদ্যোগী নেতৃত্ব পুরস্কার, যুক্তরাষ্ট্র (২০০৭)
  • রেড ক্রস স্বর্ণ পদক, স্পেন (২০০৭)
  • রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম শত বার্ষিকী স্মারক, ইন্ডিয়া (২০০৭)
  • ই এফ আর বাণিজ্য সপ্তাহ পুরস্কার,নেদারল্যান্ড (২০০৭)
  • নিকলস চ্যান্সেলর পদক, যুক্তরাষ্ট্র (২০০৭)
  • ভিশন এ্যাওয়ার্ড, জার্মানি (২০০৭)
  • বাফি গ্লোবাল এচিভমেন্ট এ্যাওয়ার্ড, যুক্তরাষ্ট্র (২০০৭)
  • রুবিন মিউজিয়াম মানডালা এ্যাওয়ার্ড, যুক্তরাষ্ট্র (২০০৭)
  • সাকাল বর্ষ ব্যক্তিত্ব পুরস্কার, ইন্ডিয়া (২০০৭)
  • ১ম আহপাডা গ্লোবাল পুরস্কার, ফিলিপাইন (২০০৭)
  • মেডেল অফ ওনার, ব্রাজিল (২০০৭)
  • জাতিসংঘ সাউথ- সাউথ সহযোগিতা পুরস্কার, যুক্তরাষ্ট্র (২০০৭)
  • প্রোজেক্ট উদ্যোগী পুরস্কার, যুক্তরাষ্ট্র (২০০৮)
  • আন্তর্জাতিক নারী স্বাস্থ্য মিশন পুরস্কার, নিউইয়র্ক (২০০৮)
  • কিতাকইয়ুশু পরিবেশ পুরস্কার, জাপান (২০০৮)
  • চ্যান্সেলর পদক, যুক্তরাষ্ট্র (২০০৮)
  • প্রেসিডেন্স পদক, যুক্তরাষ্ট্র (২০০৮)
  • মানব নিরাপত্তা পুরস্কার, যুক্তরাষ্ট্র (২০০৮)
  • বাৎসরিক উন্নয়ন পুরস্কার, অস্টিয়া (২০০৮)
  • মানবসেবা পুরস্কার, যুক্তরাষ্ট্র (২০০৮)
  • শিশু বন্ধু পুরস্কার,স্পেন (২০০৮)
  • এ জি আই আন্তর্জাতিক বিজ্ঞান পুরস্কার, জার্মানি (২০০৮)
  • করিনি আন্তর্জাতিক গ্রন্থ পুরস্কার, জার্মানি (২০০৮)
  • টু উয়িংস প্রাইজ,জার্মানি (২০০৮)
  • বিশ্ব মানবতাবাদী পুরস্কার, ক্যালিফোর্নিয়া (২০০৮)
  • ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কাউন্সিল এ্যাওয়ার্ড ,ক্যালিফোর্নিয়া (২০০৮)
  • এস্টরিল গ্লোবাল ইস্যু’স ডিসটিনগুইশড বুক প্রাইজ, পর্তুগাল (২০০৯)
  • এইসেনহওয়ের মেডেল ফর লিডারশীপ অ্যান্ড সার্ভিস, যুক্তরাষ্ট্র (২০০৯)
  • গোল্ডেন বিয়াটেক এ্যাওয়ার্ড, স্লোভাকিয়া (২০০৯)
  • গোল্ড মেডেল অফ ওনার এ্যাওয়ার্ড, যুক্তরাষ্ট্র (২০০৯)
  • প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম, যুক্তরাষ্ট্র (২০০৯)
  • পি আই সি এম ই টি এ্যাওয়ার্ড, পোর্টল্যান্ড (২০০৯)
  • বৈরুত লিডারশীপ এ্যাওয়ার্ড (২০০৯)
  • সোলারওয়ার্ল্ড আইন্সটাইন এ্যাওয়ার্ড (২০১০)

স্পটহাইলাইট থেকে নেওয়া ড. মুহাম্মদ ইউনুস সম্পর্কে সাধারণ জ্ঞান । ছবি ঝাপসা হলে ছবিতে ক্লিক করে দেখুন :



প্রশ্ন: ড. মুহাম্মদ ইউনূসের শিক্ষাজীবন সম্পর্কে বলেন।

উত্তর: শিক্ষাজীবনের শুরুতে ড. মুহাম্মদ ইউনূস তাঁর গ্রামের মহাজন ফকিরের স্কুল নামের একটি বিদ্যালয়ে অধ্যয়ন শুরু করেন। পরবর্তী সময়ে ১৯৪৪ সালে তাঁর পরিবার চট্টগ্রাম শহরে চলে আসায় তিনি গ্রামের স্কুল থেকে লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। পরবর্তী সময়ে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পূর্ব পাকিস্তানের ৩৯ হাজার ছাত্রের মধ্যে ১৬তম স্থান অধিকার করেন। বিদ্যালয়জীবনে তিনি একজন সক্রিয় বয় স্কাউট ছিলেন এবং ১৯৫২ সালে পশ্চিম পাকিস্তান ও ভারত এবং ১৯৫৫ সালে কানাডায় জাম্বোরিতে অংশগ্রহণ করেন। পরে যখন ইউনূস চট্টগ্রাম কলেজে ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছিলেন, তখন তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় হন এবং নাটকের জন্য প্রথম পুরস্কার জেতেন। তিনি সাহিত্য পত্রিকা সম্পাদনা এবং আজাদী পত্রিকায় কলাম লেখার কাজে যুক্ত ছিলেন। ১৯৫৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন। ১৯৬০ সালে বিএ এবং ১৯৬১ সালে এমএ সম্পন্ন করেন। ১৯৬৫ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুলব্রাইট স্কলারশিপ লাভ করেন। পরবর্তী সময়ে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।


প্রশ্ন: ড. মুহাম্মদ ইউনূস কী ধরনের সম্মাননা ও পুরস্কার পেয়েছেন?

উত্তর: ড. মুহাম্মদ ইউনূস বিশ্বের ২৪ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৬১টি সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন। ১০ দেশের রাষ্ট্রীয় সম্মাননাসহ ৩৩ দেশ থেকে ১৩৬টি সম্মাননা পেয়েছেন। ফরচুন ম্যাগাজিন তাঁকে ২০১২ সালে ‘সময়ের অন্যতম শ্রেষ্ঠ উদ্যোক্তা’ আখ্যা দিয়েছিল।

টাইম, নিউজউইক ও ফোর্বস ম্যাগাজিনের কভারে তাঁকে স্থান দেওয়া হয়েছে। নোবেল শান্তি পুরস্কার, ইউনাইটেড স্টেটস প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং ইউনাইটেড স্টেটস কংগ্রেশনাল গোল্ড মেডেল পাওয়া ইতিহাসের মাত্র সাতজনের মধ্যে তিনি একজন।

বিশ্বের ৩৯ দেশের ১০৭টি বিশ্ববিদ্যালয়ে সামাজিক ব্যবসাকেন্দ্রিক বিভাগ, সেন্টার বা অ্যাকাডেমিক কার্যক্রম আছে—যেগুলোকে সম্মিলিতভাবে ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার বলা হয়। ২০২৩ সালের ২৩ নভেম্বর ড. ইউনূসকে রাশিয়ার ফিন্যান্সিয়াল ইউনিভার্সিটির আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান হওয়ার জন্য আমন্ত্রণ জানায়। টোকিও অলিম্পিকে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি তাঁকে ‘অলিম্পিক লরেল’ সম্মাননা দিয়েছে। সম্প্রতি সৌদি আরবে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুটবল সামিটে তাঁকে আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া তিনি জাতিসংঘ এবং বেসরকারি বৈশ্বিক ফাউন্ডেশনসহ প্রায় সব বহুপাক্ষিক সংস্থার উপদেষ্টা পর্যায়ে কাজ করেছেন। এর বাইরেও তিনি বেশ কিছু ইউরোপীয় দেশের রাজকীয় সম্মাননা পেয়েছেন। বিশ্বমঞ্চে তিনি যত ধরনের স্বীকৃতি পেয়েছেন—সরকারি, সামাজিক, অর্থনৈতিক, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের সব প্রাপ্তি একত্র করলে এমন ধারণা করা ভুল হবে না যে ড. ইউনূস বর্তমানে বিশ্বের সবচেয়ে সম্মানিতদের একজন।

প্রশ্ন: ড. মুহাম্মদ ইউনূস কী জন্য নোবেল পুরস্কার পান?

উত্তর: অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। তিনি এবং তাঁর প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক ক্ষুদ্রঋণের মাধ্যমে দরিদ্র মানুষের জীবনমান উন্নত করার জন্য যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার লাভ করেন।

COMMENTS

BLOGGER
5

Welcome to Academic School

আমাদের Telegram এ জয়েন করতে
এখানে ক্লিক করুন
আমাদের IMO এ জয়েন করতে
এখানে ক্লিক করুন
WhatsApp Channel Join Now
WhatsApp Channel Join Now
Name

১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা,1,18th NTRCA Written Exam Routine,1,1st Year Result,1,১ম পত্র,1,2022,1,২০২৪,2,২য় অধ্যায় সমাধান,1,3rd Year Result,1,৬ষ্ট শ্রেণীর,2,৬ষ্ঠ,1,৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণী,1,৬ষ্ঠ থেকে দশম,1,৬ষ্ঠ থেকে দশম শ্রেণীর,1,৬ষ্ঠ শ্রেণি,4,৬ষ্ঠ শ্রেণী,4,৭ম শ্রেণি,4,৮ম শ্রেণি,2,৮ম শ্রেণির মূল্যায়ন নির্দেশিকা,4,৮ম শ্রেণির মূল্যায়ন নির্দেশিকা বাংলা,1,৮ম শ্রেণী,5,৯ম শ্রেণি,3,৯ম শ্রেণী,2,Academic School,1,ACS,1,Adverb,1,Alfatah,1,All Board,1,An honest wood cutter,1,Annual Exam 2024,1,Annual Exam Math,3,Annual Exam Question,4,Answer,1,Application,1,Art and culture,1,Bangla,7,Bangla Chapter 2 Solution,1,Bangla guide pdf,1,Biology,1,Bise Ctg,1,Cat and Mice Story,1,Chemistry 1st Paper PDF,1,Civics,1,civics 2nd paper,2,class 10,3,Class 6,19,Class 6 NCTB New Curriculum Book,2,Class 7,13,Class 7 book 2024,1,Class 7 NCTB New Curriculum Book,1,Class 8,26,Class 8 bangla,1,Class 8 books,1,Class 8 NCTB New Curriculum Book,1,Class 9,15,Class 9 books,1,Class 9 NCTB New Curriculum Book,1,Class Eight,1,Class Nine,2,Class Six,1,Cohesive Device,1,completing story,5,Complex,1,Compound,1,Degree Result,1,Demo Question,3,Devotion to mother,1,Dhaka University,1,DNA-অনুলিপন,1,Dr Muhammad Yunus,1,Dress does not make a man good,1,DU,1,eboardsresult,1,Eight English,1,English,4,English guide,1,English Olympiad,1,Exercise,1,famous quotes,1,Final Preparation,1,Final Preparation Guide,2,Flow Chart,1,formal letter,1,General instruction for Teacher,1,Gerund,1,gk,1,Graps Are Sour,1,GST,1,Guid,1,Guide PDF,7,Guide PDF,12,Half Yearly Exam,1,History,1,History and Social Science,1,History of Dead Sea,1,Honours,1,HSC,7,HSC 2024,7,HSC 2025,1,HSC 24,1,HSC 25,1,HSC 26,1,HSC All Book PDF,2,HSC Board Question 2024,1,HSC Book,1,HSC Final Model Test,1,HSC ICT Suggestion 2024,1,hsc mcq,2,HSC Result,2,HSC Syllabus 2026,1,HSC Syllbus,1,ICT,2,ICT Board Question,1,ICT Final Suggestion,1,identify time adverbials,1,Infinitive,1,informal Letter,1,Islam,1,Islam Dharmo,1,Japanese Techniques,1,Jibon Jibika,1,Jibon o Jibika,1,Lecture,5,Lecture Guide pdf,1,Lecture Model Test PDF,1,Lecture/Panjeree PDF,1,Letter,1,Logic 2nd Paper,1,Logic Suggestions,1,Make sentence,1,Marksheet,2,Math,1,Math Guide,1,Math Solution,1,MBBS Result,1,Metaphors,1,Mullayon Math Question,1,mullayon nirdeshika,6,Mullayon Nirdesika,3,Mullayon Question,5,Mullayon Syllabus,1,Mullayon Syllabus 2024,3,NCTB,4,NCTB New Curriculum Book,1,New Curriculum,3,New Curriculum All Guide Pdf Download,2,New guide,1,New Math Solution PDF,1,New Result System,1,NTRCA,1,NTRCA Written,1,NU,1,NU First Year Exam Routine,1,NU result,1,nu.ac.bd,1,Overthinking,1,panj,1,Panjeree,15,paragraph,2,Participle,1,PDF,3,Printable Periodic Tables,1,Question Bank,1,Question Bank PDF,1,Quotes,1,Re-scrutiny Result,1,Religion Question 2024,1,result,3,Routine 2024,1,Rules,2,Science,1,Science Guid PDF,2,Short Story,1,Short Syllabus,1,Simple,1,SSC,1,SSC Civics Final Sugestions,1,SSC Recruitment Result,1,SSC Routine,1,Stop Overthinking,1,Story,3,Story of Sheikh Sa’adi and His Dress,1,Suggestion,1,Suggestions,2,the Fox and the Grapes,1,The honest wood cutter,1,Tips,1,Transformation of Sentence,1,Tutorial,1,Varsity,1,Who will bell to the Cat,1,Winter Morning,1,xiclassadmission.gov.bd,1,অধ্যায়ভিত্তিক,1,অনার্স ১ম বর্ষের,1,অষ্টম শ্রেণি,2,অষ্টম শ্রেণির নতুন কারিকুলাম বই,1,অষ্টম শ্রেণী,3,আইসিটি প্রশ্ন ২০২৪,1,আবেদনপত্র,1,আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে পত্র,1,ইতিহাস,1,ইতিহাস ও সামাজিক বিজ্ঞান,2,ইতিহাস ও সামাজিক বিজ্ঞান গাইড পিডিএফ,1,ইংরেজি,1,ইংরেজি সাজেশন্স,1,ইসলাম,1,ইসলামের ইতিহাস ও সংস্কৃতি,1,ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সাজেশন,1,উত্তরপত্র,1,এইচএসসি,5,এইচএসসি সিলেবাস,1,এইচএসসি MCQ,1,এইচএসসির ফল,1,একাদশ,1,একাদশ ভর্তির আবেদন,1,একাদশ-দ্বাদশ শ্রেণী,1,এসএসসি,1,এসএসসি ২০২৪,2,কলেজ,1,কারক MCQ,1,ক্লাস নাইন,1,গণিত,3,গণিত প্রশ্ন,1,গণিত MCQ,1,গণিত প্রশ্নকাঠামো,1,গণিত সমাধান,1,গাইড,1,গাইড ২০২৪,1,গাইড বই,1,চট্টগ্রাম বোর্ড,1,চিঠি,1,চুড়ান্ত প্রস্তুতি গাইড বই,2,চূড়ান্ত প্রস্তুতি,1,চূড়ান্ত প্রস্তুতি গাইড,4,জীবন ও জীবিকা,3,জীবন ও জীবিকা প্রশ্ন,1,ড. মুহাম্মদ ইউনুস,1,ঢাবি ভর্তি বিজ্ঞপ্তি,1,দরখাস্ত,1,দশম শ্রেণির নতুন কারিকুলাম বই পিডিএফ | Class 10 NCTB New Curriculum Book,1,দিনলিপি,1,দিনলিপি লেখার নিয়ম,1,দ্বাদশ,1,দ্বীন ও ধর্ম,1,দ্বীন ও ধর্মের মধ্যে পার্থক্য,1,নতুন কারিকুলাম,21,নতুন কারিকুলাম বই,1,নতুন গণিত গাইড পিডিএফ,1,নতুন ফলাফল নিয়ম,1,নবম শ্রেণি,2,নবম শ্রেণির,1,নবম শ্রেণির নতুন কারিকুলাম বই,1,নবম শ্রেণির পাঠ্যপুস্তক,1,নমুনা প্রশ্ন,1,নাম্বারসহ এইচএসসি রেজাল্ট,1,নেমন্তন্ন জানিয়ে বন্ধুকে চিঠি,1,পরিযায়ী পাখি,1,পরিযায়ী পাখির নাম,1,পরী বিবির পরিচয়,1,পরীক্ষার রুটিন,1,পরীক্ষার রুটিন ২০২৪,1,পরীবিবি কে ছিলেন,1,পর্যায় সারণী পিডিএফ,1,পাঞ্জেরী,1,পাঞ্জেরী গাইড,1,পাঞ্জেরী গাইড বই,1,পারিবারিক মজুদ ব্যবস্থাপনা,1,পিডিএফ,2,পুনঃনিরীক্ষণ,1,পুনঃনিরীক্ষণের রেজাল্ট,2,পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র,1,প্রমিত বলি প্রমিত লিখি,1,ফাইনাল সাজেশন ২০২৪,1,বই পিডিএফ,1,বার্ষিক পরীক্ষা,7,বার্ষিক পরীক্ষার,5,বার্ষিক পরীক্ষার গণিত প্রশ্নকাঠামো,2,বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন,3,বাংলা,5,বাংলা ২য় পত্র,2,বাংলা সমাধান,1,বাংলাদেশ ও ঘূর্ণিঝড়,1,বিবেচ্য দিক,1,বোর্ড চ্যালেঞ্জ,1,ভাবসম্প্রসারণ,1,মডেল টেস্ট,4,মানবণ্টন,2,মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয়,1,মূল্যায়ন নির্দেশিকা,4,মূল্যায়ন প্রশ্ন,1,মূল্যায়ন সাজেশন ২০২৪,1,মৃত সাগরের ইতিহাস,1,মেডিকেল ভর্তি ফলাফল,1,যুক্তিবিদ্যা ২য় পত্র,1,যুক্তিবিদ্যা সাজেশন,1,যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিষয়,1,রচনা,1,লিংক,1,লিখন,1,লিখিত পরীক্ষার রুটিন,1,লিখিত প্রশ্ন ব্যাংক,1,লেকচার গাইড,1,শিক্ষক নির্দেশনা,1,শিক্ষক সহায়িকা PDF,1,শিখনকালীন মূল্যায়ন নির্দেশনা,1,শিল্প ও সংস্কৃতি,1,শিল্প ও সংস্কৃতি সাজেশন্স,1,শেষ মুহূর্তের প্রস্তুতি,3,ষষ্ঠ,1,ষষ্ঠ শ্রেণি,1,ষষ্ঠ শ্রেণি,1,ষষ্ঠ শ্রেণির,2,ষষ্ঠ শ্রেণির নতুন কারিকুলাম বই পিডিএফ,1,ষষ্ঠ শ্রেণীর Bangla MCQ,1,ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন,4,ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন বাংলা সাজেশন্স,1,ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের ধর্ম প্রশ্ন,2,ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন,4,ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের বাংলা প্রশ্ন,1,ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সাজেশন্স,1,ষান্মাসিক মূল্যায়ন রুটিন ২০২৪,1,ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন সিলেবাস,2,ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন সিলেবাস ২০২৪,2,ষাম্মাসিক সামষ্টিক মূল্যায়ন,1,সকল বই PDF,1,সকল বিষয়ে,1,সকল বোর্ড,2,সকল শ্রেণীর,1,সপ্তম শ্রেণি,2,সপ্তম শ্রেণী,1,সমাধান ২০২৪,1,সাজেশন ২০২৪,1,সাজেশন্স,1,সাধারণ জ্ঞান,1,সাবজেক্ট ম্যাপিং কি,1,সাবজেক্ট ম্যাপিং কিভাবে করা হবে,1,সামষ্টিক মূল্যায়নের,1,সিলেবাস,1,সুখী মানুষ mcq,1,স্কুল,1,স্কুল ২,1,স্বাস্থ্য সুরক্ষা,1,
ltr
item
Be a learner - Academic School.: ড. মুহাম্মদ ইউনুস সম্পর্কে সাধারণ জ্ঞান | GK About Dr Muhammad Yunus
ড. মুহাম্মদ ইউনুস সম্পর্কে সাধারণ জ্ঞান | GK About Dr Muhammad Yunus
ড. মুহাম্মদ ইউনুস সাধারণ জ্ঞান | GK About Dr Muhammad Yunus
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghNq0DtblPzIHX6RcSDWkS9HCROJXMrr3WtZMIi-eWIVHk6jWyBp5HQrWCDB93AhwfUnfJ_XvzlGS1Agqmjd-kNO_iDUY1OKHNCyKBcnr9jfzUhjkEipFQU11CO8p0CPP9wuAxkgIij2eeCfnWZRJRiPYMVSeqmbFoEQ9OD6hxKClc2Otr_nIZjr8KeUg/s16000/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BF%E0%A6%95%20%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%20%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%AA%20(6).png
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghNq0DtblPzIHX6RcSDWkS9HCROJXMrr3WtZMIi-eWIVHk6jWyBp5HQrWCDB93AhwfUnfJ_XvzlGS1Agqmjd-kNO_iDUY1OKHNCyKBcnr9jfzUhjkEipFQU11CO8p0CPP9wuAxkgIij2eeCfnWZRJRiPYMVSeqmbFoEQ9OD6hxKClc2Otr_nIZjr8KeUg/s72-c/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BF%E0%A6%95%20%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%20%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%AA%20(6).png
Be a learner - Academic School.
https://www.academicschoolbd.com/2024/10/gk-about-dr-muhammad-yunus.html
https://www.academicschoolbd.com/
https://www.academicschoolbd.com/
https://www.academicschoolbd.com/2024/10/gk-about-dr-muhammad-yunus.html
true
514275603754325753
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content