চলতি বছরের এইচএসসি, আলিম, এইচএসসি (ভোকেশনাল/বিএম/ডিপ্লোমা ইন কমার্স) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর পুনঃনিরীক্ষণ বা রিভিউয়ের জন্য আগামীকাল বুধবার (১৬ অক্টোবর) থেকে ২২ (অক্টোবর) পর্যন্ত এসএমএসের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। এইচএসসিতে এবার পাসের হার ৭৭.৭৮ শতাংশ।
আন্তঃশিক্ষাবোর্ড থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের অংশগ্রহণকৃত বিষয়ের প্রাপ্ত নম্বর এবং পরীক্ষা না হওয়া বিষয়ের ক্ষেত্রে এসএসসি/সমমান পরীক্ষার বিষয় ভিত্তিক প্রাপ্ত নম্বর হতে ১০০ শতাংশ ভিত্তি ধরে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে নম্বর প্রদান করে প্রস্তুতকৃত চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হলো ।
৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি, আলিম, এইচএসসি (ভোকেশনাল/বিএম/ ডিপ্লোমা ইন কমার্স) পরীক্ষা ২০২৪ এ বছর সকল শিক্ষা বোর্ডে ছাত্রের চেয়ে ছাত্রী ৪.৩৪ শতাংশ বেশি পাস করেছে। ১৫ হাজার ৯৫৫ জন বেশী ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। ২০২৩ সালে জিপিএ ৫ ছিল ১২ হাজার ৫৯৫ জন। আর এবার জিপিএ-৫ এর সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন।
এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৪
২০২৩ সালে পাসের হার ছিল ৭৮.৬৪ শতাংশ আর এ বছর ২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার পাসের হার ৭৭.৭৮ শতাংশ। মোট প্রতিষ্ঠান বেড়েছে ১০টি। আর কেন্দ্র বেড়েছে ৩৮টি। এ বছর পুনঃনিরীক্ষণ বা রিভিউ-এর জন্য ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত এসএমএসের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে।
ফলাফল পুনঃনিরীক্ষণ কি?
পিএসসি,জেএসসি, এসএসসি কিংবা এইচএসসি পরীক্ষায় যারা আশানুরুপ ফলাফল করতে পারেন নি । অর্থ্যাৎ ভাল পরীক্ষা দেওয়া সত্ত্বেও যাদের রেজাল্ট খারাপ হয়েছে তাদের পরীক্ষার খাতা আবার মূল্যায়ন করাকেই ফলাফল পুনঃমূল্যায়ন বা রেজাল্ট বোর্ড চ্যালেন্জ বলে । এ প্রক্রিয়ায় প্রার্থীর খাতায় সব উত্তরের নাম্বার সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা বা যোগ ফল ঠিক আছে কিনা তা চেক করা হয় । উল্লেখ্য যে, ফলাফল পুনঃমূল্যায়ন করার ক্ষেত্রে কারো নম্বর যদি বাড়ে তবে বাড়িয়ে দেওয়া হয়, কখনও প্রাপ্ত নম্বর কমানো হয় না ।
গুরুত্বপূর্ণ সময় ও তারিখ |
---|
আবেদন শুরু: ১৬ অক্টোবর ২০২৪ আবেদন শেষ: ২২ অক্টোবর ২০২৪ আবেদন ফি : ১৫০ টাকা (প্রতি পত্রের জন্য) ফলাফল প্রকাশ : ডিসেম্বরের মাঝামাঝি |
other
এইচএসসি পরীক্ষা ২০২৪-এর ফল পুনঃনিরীক্ষণ/রিভিউর নিয়মাবলি:
টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে পুনঃনিরীক্ষণ/রিভিউর আবেদন করতে হবে। আবেদন করতে মোবাইলের Message অপশনে গিয়ে RSC <Space> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <Space> রোল নম্বর <Space> বিষয় কোড লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণ:
ঢাকা বোর্ডের কোন পরীক্ষার্থীর রোল নম্বর 123456 হলে এবং পরীক্ষার্থী আবেদন করতে চাইলে Message অপশনে RSC dha 123456 174 লিখে Send করতে হবে 16222 নম্বরে। ফিরতি এসএমএস-এ আবেদন বাবদ মোট টাকার পরিমাণ এবং একটি PIN প্রদান করা হবে। এতে সম্মত থাকলে ম্যাসেজ অপশনে গিয়ে RSC <Space> Yes <Space> PIN <Space> Contact Number (যে কোন মোবাইল অপারেটর) লিখে Send করতে হবে 16222 নম্বরে। উল্লেখ্য, পুনঃনিরীক্ষণ/রিভিউর ক্ষেত্রে একই এসএমএস-এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে কমা দিয়ে বিষয়/পত্রের কোডগুলো আলাদা করে লিখতে হবে। যেমন পদার্থ ও রসায়ন দুটি বিষয়ের/পত্রের জন্য আপনার টেলিটক প্রি-পেইড মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে RSC <Space> dha <Space> Roll Number <Space>174,175,176,177 লিখতে হবে।
- প্রতি পত্রের জন্য আবেদন ফি ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা।
- দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয়পত্রেই আবেদন করতে হবে।
- ম্যানুয়াল কোন আবেদন গ্রহণ করা হবে না।
ক্রমিক নং |
বিষয়ের নাম |
বিষয় কোড |
১ |
বাংলা |
101-102 |
২ |
ইংরেজি |
107-108 |
৩ |
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি |
275 |
৪ |
অর্থনীতি |
109-110 |
৫ |
পৌরনীতি ও সুশাসন |
269-270 |
৬ | সমাজকর্ম |
271-272 |
৭ |
যুক্তিবিদ্যা |
121-122 |
৮ |
মনোবিজ্ঞান |
123-124 |
৯ |
ভূগোল |
125-126 |
১০ |
উচ্চতর গণিত |
265-266 |
১১ |
পরিসংখ্যান |
129-130 |
১২ |
পদার্থবিজ্ঞান |
174-175 |
১৩ |
রসায়ন |
176-177 |
১৪ |
জীববিজ্ঞান |
178-179 |
১৫ |
ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ও সার্ভে |
180-182 |
১৬ |
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি |
267-268 |
১৭ |
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা |
277-278 |
১৮ |
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন |
286-287 |
১৯ |
সাচিবিক বিদ্যা ও অফিস ব্যবস্থাপনা |
235-236 |
২০ |
হিসাববিজ্ঞান |
253-254 |
২১ |
ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা | 292-293 |
২২ |
কৃষিশিক্ষা | 239-240 |
বি:দ্র: ২০২৪ সালের এইচএসসি ফলাফল রিভিউ এর জন্য প্রতি বিষয়ের জন্য আলাদাভাবে আবেদন করার প্রয়োজন নেই ।
এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট ২০২৪
এইচএসসি পুনঃনিরীক্ষণ ফলাফল উচ্চ ম্যাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে । অথবা আপনি আমাদের ওয়েবসাইট থেকেও এইচ এস সি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট ২০২৪ দেখতে পারবেন । নিচে সকল বোর্ডের খাতা চ্যালেঞ্জ পিডিএফ ফাইল দেওয়া আছে আপনার পছন্দমত বোর্ডের ফলাফল ডাউনলোড করে নিতে পারবেন ।
বোর্ডের নাম | ফলাফল লিংক |
ঢাকা বোর্ড পুনঃনিরীক্ষণ ফলাফল | পিডিএফ ডাউনলোড |
কুমিল্লা বোর্ড পুনঃনিরীক্ষণ ফলাফল | পিডিএফ ডাউনলোড |
রাজশাহী বোর্ড পুনঃনিরীক্ষণ ফলাফল | পিডিএফ ডাউনলোড |
চট্টগ্রাম বোর্ড পুনঃনিরীক্ষণ ফলাফল | পিডিএফ ডাউনলোড |
সিলেট বোর্ড পুনঃনিরীক্ষণ ফলাফল | পিডিএফ ডাউনলোড |
বরিশাল বোর্ড পুনঃনিরীক্ষণ ফলাফল | পিডিএফ ডাউনলোড |
যশোর বোর্ড পুনঃনিরীক্ষণ ফলাফল | পিডিএফ ডাউনলোড |
দিনাজপুর বোর্ড পুনঃনিরীক্ষণ ফলাফল | পিডিএফ ডাউনলোড |
ময়মনসিংহ বোর্ড পুনঃনিরীক্ষণ ফলাফল | পিডিএফ ডাউনলোড |
মাদ্রাসা বোর্ড আলিম পুনঃনিরীক্ষণ রেজাল্ট | পিডিএফ ডাউনলোড |
টেকনিক্যাল বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট | পিডিএফ ডাউনলোড |
DIBS বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট | পিডিএফ ডাউনলোড |
DCOM বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট | পিডিএফ ডাউনলোড |
COMMENTS