সুখী মানুষ mcq
মোড়ল অত্যাচারী ও পাপী বলে হাসু মোড়লের মৃত্যুকামনা করে। ‘সুখী মানুষ’ নাটিকায় মোড়ল একজন খারাপ লোক। কারো গরু কেড়ে নিয়ে, কারো ধান লুট করে মোড়ল আজ ধনী। মানুষের দুঃখকষ্ট দেখে মোড়ল হেসেছে। সে অত্যাচারী, পাপী। গ্রামের সব মানুষকে মোড়ল খুব জ্বালাতন করেছে। হাসুর মুরগি জবাই করে খেয়েছে মোড়ল। এসব অত্যাচারে অতিষ্ঠ হয়ে হাসু মোড়লের মৃত্যু কামনা করেছে।
সুখী মানুষ mcq
১. ‘সুখী মানুষ’ নাটিকার দৃশ্যসংখ্যা কত?
ক এক
● দুই
গ তিন
ঘ চার
২. ‘সুখী মানুষ’ নাটিকার মোট চরিত্র সংখ্যা কত?
● পাঁচ
খ ছয়
গ সাত
ঘ আট
৩. ‘মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না’- এ কথার অর্থ কী?
● মনের পবিত্রতা সুস্থতার পূর্বশর্ত
খ প্রকৃত সুখ মোহমুক্তির মধ্যে
গ নির্লোভ হলে সুস্থ থাকা যায়
ঘ কৃপণতাই ধনীদের মূল অসুখ
৪. ‘সম্পদই অশান্তির মূল কারণ’-এ উক্তির ভাবগত সংগতি আছে কোনটির সঙ্গে?
ক অপচয় কর না, অভাবে পড় না
খ লাভের ধন পিঁপড়ায় খায়
● লোভে পাপ, পাপে মৃত্যু
ঘ অতি লোভে তাঁতি নষ্ট
নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও :
একজন লোকের অনন্ত ক্ষুধা। সে যা পায় তাই খায়। রেশনের চাল, গম, রিলিফের লোটাবাটি কম্বল। খায় রেলগাড়ি পর্যন্ত। বদহজম না হয়ে যায় কোথায়? ভারমুক্ত হবার জন্য ছটফট করছে। কিন্তু হাজার মানুষের দীর্ঘশ্বাসের বদ প্রভাব যে তার ওপর। পেট কাটা ছাড়া উপায় নেই। আঁতকে ওঠে লোকটি।
৫. লোকটিকে কার সঙ্গে তুলনা করা যায়?
ক রহমানের
● মোড়লের
গ হাসুর
ঘ কবিরাজের
৬. তুলনাটা এ কারণে যে তারা উভয়ই-
র. পরধন অপহরণকারী
রর. নৈতিক আদর্শ বিবর্জিত
ররর. নির্দয় ও মানবপ্রেম শূন্য
নিচের কোনটি সঠিক?
ক র
খ র ও রর
গ রর ও ররর
● র, রর ও ররর
৭. ‘সুখী মানুষ’ নাটিকায় লেখকের বক্তব্য-
র. সম্পদই অশান্তির কারণ
রর. সুখ একটা আপেক্ষিক ব্যাপার
ররর. ধনসম্পদই সকল সুখের উৎস নয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
৮. ‘সুখী মানুষ’ নাটিকার চরিত্র কয়টি?
ক ৩
খ ৪
● ৫
ঘ ৬
৯. “লোভে পাপ, পাপে মৃত্যু”-সংলাপটি কার?
● কবিরাজ
খ হাসু
গ রহমত
ঘ মোড়ল
১০. প্রকৃত সুখী মানুষ কে?
ক যে বনে বাস করে
খ যার জামা নেই
গ যার চোখে ঘুম নেই
● সর্বদা তুষ্ট হৃদয় যার
১১. ‘দিন আনি দিন খাই, কারো দুয়ারে না যাই।’-চরণের বক্তব্য ‘সুখী মানুষ’ নাটিকার কোন চরিত্রে মেলে?
ক রহমত
খ মোড়ল
গ হাসু
● লোক
১২. ‘সুখী মানুষ’ নাটিকায় মোট কয়টি দৃশ্য রয়েছে?
● ২
খ ৩
গ ৪
ঘ ৫
১৩. অন্যের মনে দুঃখ দিলে কোনোদিন সুখ পাবে না- উক্তিটি কার?
ক কবিরাজ
● হাসু
গ রহমত
ঘ সুখী মানুষটির
১৪. মোড়ল বারবার যা বলে চিৎকার করছিল-
র. আর সহ্য করতে পারছি না
রর. জ্বলে গেল
ররর. হাড় ভেঙে গেল
নিচের কোনটি সঠিক?
ক র
খ রর ও ররর
গ র ও ররর
● র, রর ও ররর
১৫. ‘সুখী মানুষ’ নাটিকার কনিষ্ঠ চরিত্র কোনটি?
● রহমত
খ লোক
গ হাসু
ঘ কবিরাজ
১৬. সুখী মানুষটির চোরের ভয় নেই। কারণ-
ক সে সাহসী, তাই
খ চোর তাকে ভয় পায়
● সে সম্পদহীন
ঘ সেই বনে চোর নেই
১৭. বনের লোকটি কেন নিজেকে ‘সুখী’ মনে করেন?
● কোনো সম্পদ না থাকায়
খ কোনো ঝামেলা না থাকায়
গ তার ফতুয়া না থাকায়
ঘ অল্পতেই সন্তুষ্ট হতে পারায়
১৮. কয়টি গ্রাম খুঁজেও একটি সুখী মানুষ পাওয়া গেল না?
ক দুইটি
খ তিনটি
● পাঁচটি
ঘ ছয়টি
১৯. পৌরমেয়র জসিমের বয়স মাত্র ৩০ বছর। এ বয়সেই সে এলাকার মানুষের মন জয় করে নিয়েছে শুধু ভালো কাজের মাধ্যমে। উদ্দীপকের জসিমের সাথে ‘সুখী মানুষ’ নাটিকার মোড়লের বয়সের পার্থক্য কত?
● ২০ বছর
খ ৩০ বছর
গ ৩৫ বছর
ঘ ৪০ বছর
২০. প্রকৃত সুখী মানুষ কে?
ক যে বনে বাস করে
খ যার জামা নেই
গ যার চোরের ভয় নেই
● সর্বদা তুষ্ট হৃদয় যার
২১. সুখ আসলে কী?
● আপেক্ষিক
খ সাপেক্ষ
গ নিরপেক্ষ
ঘ অজির্
নিচের উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও :
সকলের তরে সকলে আমরা
প্রত্যেকে আমরা পরের তরে।
২২. উদ্দীপকের মনোভাবের বিপরীত দিকটি প্রাধান্য পেয়েছে তোমার পাঠ্য কোন রচনায়?
● সুখী মানুষ
খ নারী
গ প্রার্থী
ঘ পড়ে পাওয়া
২৩. উক্ত বৈপরীত্যের মূলে রয়েছে?
● সম্পদের লিপ্সা
খ অধিকার বঞ্চনা
গ নিষ্ঠুর অমানবিকতা
ঘ শ্রেণিবৈষম্য
নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও :
এক ধনী ব্যাংক কর্মকর্তার প্রতিবেশী ছিল এক হতদরিদ্র মুচি। সে সারাদিন কাজ করত আর গান গাইত। একদিন ধনী প্রতিবেশী তার কাছে টাকার থলি দিয়ে প্রয়োজনে খরচ করতে বলেন। কিন্তু কয়েকদিন পর লোকটি টাকার থলে ফেরত দিয়ে বলল- এই টাকাই আমার সুখ কেড়ে নিয়েছে।
২৪. উদ্দীপকের মুচি ‘সুখী মানুষ’ নাটিকার কোন চরিত্রের প্রতিনিধি?
ক রহমত
● লোক
গ হাসু
ঘ কবিরাজ
২৫. এরূপ প্রতিনিধিত্বের কারণ, উভয়ই-
র. অল্পে তুষ্ট
রর. নির্লোভ
ররর. শান্তিপ্রিয়
নিচের কোনটি সঠিক?
ক র খ রর
গ ররর
● র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও :
আসরাফ সাহেব কঠিন রোগে আক্রান্ত। এক সময় সে ছিল অত্যাচারী ও নিষ্ঠুর। জোর করে গরিবদের ঘরবাড়ি, জমিজমা আত্মসাৎ করত। এভাবে সে বিপুল সম্পদের মালিক বনে। কিন্তু তার মনে কোনো সুখ নেই।
২৬. উদ্দীপকটি কোন রচনাকে নির্দেশ করে?
● সুখী মানুষ
খ দুই বিঘা জমি
গ নদীর স্বপ্ন
ঘ অতিথির স্মৃতি
২৭. মোড়লের মতো উদ্দীপকের আসরাফ সাহেব যে প্রকৃতির মানুষ-
র. অত্যাচারী
রর. দয়ালু
ররর. নিষ্ঠুর
নিচের কোনটি সঠিক?
ক র খ রর
গ ররর
● র ও ররর
২৮. মমতাজ উদ্দীন আহমদ কত সালে জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
ক ১৯২১
খ ১৯২৭
● ১৯৩৫
ঘ ১৯৪০
২৯. মমতাজ উদ্দীন আহমদ কোন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন? (জ্ঞান)
ক আলীগড় বিশ্ববিদ্যালয়
খ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
● ঢাকা বিশ্ববিদ্যালয়
ঘ কলকাতা বিশ্ববিদ্যালয়
৩০. মমতাজ উদ্দীন আহমদ কত সালে সরকারি কলেজের অধ্যাপনা থেকে অবসর গ্রহণ করেন? (জ্ঞান)
ক ১৯৯০
● ১৯৯২
গ ১৯৯৪
ঘ ১৯৯৭
সুখী মানুষ বহুনির্বাচনী প্রশ্ন উত্তর
৩১. ‘বাংলাদেশের থিয়েটারের ইতিবৃত্ত’ এ গবেষণামূলক প্রবন্ধটির লেখক কে? (জ্ঞান)
ক কাজী নজরুল ইসলাম
খ হুমায়ুন আজাদ
● মমতাজ উদ্দীন আহমদ
ঘ ড. এনামুল হক
৩২. মমতাজ উদ্দীন আহমদ কী ছিলেন? (জ্ঞান)
ক সরকার
● নাট্যকার
গ প্রাবন্ধিক
ঘ কবি
৩৩. ‘বাংলাদেশের নাটকের ইতিবৃত্ত’ কার লেখা? (জ্ঞান)
ক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ রবীন্দ্রনাথ ঠাকুর
গ কাজী নজরুল ইসলাম
● মমতাজ উদ্দীন আহমদ
৩৪. মমতাজ উদ্দীন আহমদের সাহিত্যকর্ম ‘স্বাধীনতা আমার স্বাধীনতা’ কোন ধরনের রচনা? (জ্ঞান)
● নাটক
খ প্রবন্ধ
গ উপন্যাস
ঘ ছোটগল্প
৩৫. ‘হাস্য লাস্য ভাষ্য’-নাটকটির রচয়িতা কে? (জ্ঞান)
ক আল মাহমুদ
খ গোলাম মোস্তফা
● মমতাজ উদ্দীন আহমদ
ঘ মোহাম্মদ মনিরুজ্জামান
৩৬. মমতাজ উদ্দীন কোথায় জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
ক ঢাকা
● মালদহ
গ বরিশাল
ঘ কুচবিহার
৩৭. ‘সুখী মানুষ’ নাটিকায় মোড়লের বয়স কত?
ক ৪৫ বছর
খ ৪০ বছর
● ৫০ বছর
ঘ ৬০ বছর
৩৮. ‘সুখী মানুষ’ নাটিকায় হাসুর বয়স কত ছিল?
ক ৩৫ বছর
● ৪৫ বছর
গ ৫০ বছর
ঘ ৫৫ বছর
৩৯. ‘নাড়ি’ পরীক্ষা দ্বারা নাট্যকার কী বোঝাতে চেয়েছেন?
ক নাড়ি বিশ্লেষণ করা
● কবজির নাড়ির অবস্থা দেখে রোগ নির্ণয়
গ শাস্ত্র ঘাটা
ঘ পেট কেটে চিকিৎসা করা
৪০. ‘সুখী মানুষ’ নাটিকার সবচেয়ে বয়স্ক চরিত্র কোনটি?
ক মোড়ল
● কবিরাজ
গ হাসু
ঘ রহমত
৪১. এই নিষ্ঠুর মোড়লকে যদি বাঁচাতে চাও, তাহলে একটি কঠিন কর্ম করতে হবে এই কঠিন কর্মটি কী?
ক বিশ্রাম করানো
খ হাসপাতালে নেওয়া
গ ভাত না খাওয়ানো
● সুখী মানুষের জামা সংগ্রহ
৪২. কে মোড়লের মুখে শরবত ঢেলে দিচ্ছে?
ক হাসু
● রহমত
গ লোকটি
ঘ কবিরাজ
৪৩. নীতিহীন পথে সম্পদ অর্জনের পথ বর্জন করা উচিত কেন?
● অশান্তির মূল কারণ বলে
খ মানুষ নৈতিকতাপ্রবণ জীব বলে
গ সৎ পরিশ্রমে ধনী হওয়া অসম্ভব বলে
ঘ লোভেই বিত্তবানদের মূল অসুখ বলে
৪৪. অধিকাংশ মানুষেরই সুখ হয় না কেন?
ক অর্থ নেই বলে
খ দুঃখ অসীম বলে
● চাওয়া বেশি বলে
ঘ চাওয়া সীমিত বলে
৪৫. বাঘের চোখ আনতে হবে? উক্তিটির বক্তা কে?
ক রহমত আলী
● হাসু মিয়া
গ কবিরাজ
ঘ মোড়ল
৪৬. মোড়লের একটি ভালো গুণ দেখা যায়। সেটি কী?
ক মানবতাবোধ
খ পরোপকার
● অনুতাপ
ঘ ধার্মিকতা
৪৭. ‘সম্পদই অশান্তির মূল কারণ’-এ উক্তিটির ভাবগত সংগতি আছে কোনটির সঙ্গে?
ক অপচয় করো না, অভাবে পড়
● লোভে পাপ, পাপে মৃত্যু
গ অতি লোভে তাঁতি নষ্ট
ঘ লাভের ধন পিঁপড়ায় খায়
৪৮. ‘হাসু : পাওয়া যাবে না। সুখী মানুষ পাওয়া যাবে না।’ ‘সুখী মানুষ’ নাটিকায় হাসুর এ মন্তব্যের কারণ কী?
ক কোনো মানুষই সুখী নয়
খ সম্পদ মানুষকে সুখ দেয় না
গ সুখ একটা আপেক্ষিক ব্যাপার
● মানুষের চাওয়া-পাওয়ার শেষ নেই
৪৯. ‘ও কবিরাজ নাড়ি কী বলছে?” উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?
ক হাস্যরস
খ অবিশ্বাস
● উৎকণ্ঠা
ঘ ক্রন্দন
৫০. ‘সুখী মানুষ’ নাটিকায় বর্ণিত অসুখ কার? (জ্ঞান)
● মোড়লের
খ কবিরাজের
গ হাসুর
ঘ রহমতের
৫১. মোড়লের নাড়ি পরীক্ষা করছে কে? (জ্ঞান)
● কবিরাজ
খ হাসু
গ রহমত
ঘ লেখক
৫২. ‘মোড়লের নিস্তার নাই’- এ উক্তিটি কার? (জ্ঞান)
ক রহমত
খ কবিরাজ
● হাসু
ঘ লোকটি
৫৩. হাসু যে গ্রামে বাস করে তার নাম কী? (জ্ঞান)
ক কল্যাণপুর
খ হাসিমপুর
গ হোসেনপুর
● সুবর্ণপুর
৫৪. সুবর্ণপুরের মানুষকে বড় জ্বালিয়েছে কে? (জ্ঞান)
ক কবিরাজ
● মোড়ল
গ হাসু
ঘ রহমত
৫৫. ‘সুখী মানুষ’ নাটিকায় কোন পাহাড়ের নাম উল্লেখযোগ্য হয়েছে? (জ্ঞান)
● হিমালয়
খ সীতাকু-
গ আল্পস
ঘ লালমাই
৫৬. মানুষের কান্না দেখলে হাসে কে? (জ্ঞান)
ক কবিরাজ
খ হাসু
গ রহমত
● মোড়ল
৫৭. সুখী মানুষটির কী ছিল না? (জ্ঞান)
ক জুতা
● জামা
গ বাড়ি
ঘ খাবার
৫৮. ‘মানুষ এবং প্রাণী অমর নয়’- কার উক্তি? (জ্ঞান)
● কবিরাজের
খ হাসু
গ রহমতের
ঘ লোকের
৫৯. কবিরাজ মোড়লকে কী বলে সম্বোধন করেছিল? (জ্ঞান)
ক ভীতু
● নিষ্ঠুর
গ ফালতু
ঘ বদমেজাজী
৬০. কবিরাজ হাসুকে কী সংগ্রহ করতে বলেছে? (জ্ঞান)
● ফতুয়া
খ শার্ট
গ প্যান্ট
ঘ লুঙ্গি
COMMENTS