৮ম শ্রেণির বাংলা (১ম অধ্যায়) বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নোত্তর | Class 8 Bangla Questions and Answers for Annual Exam 2024
৮ম শ্রেণির বাংলা (১ম অধ্যায়) বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নোত্তর | Class 8 Bangla Questions and Answers for Annual Exam 2024
অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০২৪ এর জন্য NCTB প্রদত্ত প্রশ্নপত্রের কাঠামো ও মানবণ্টন
মূল্যায়ন কাঠামো (NCTB প্রদত্ত)
অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০২৪ এর জন্য NCTB প্রদত্ত স্কুল ও মাদ্রাসার বাংলা বিষয়ের সিলেবাস (পাঠ্যক্রম)
আইটেমের নাম (Item name) | প্রশ্নের সংখ্যা | মোট নম্বর |
---|---|---|
নৈর্ব্যক্তিক প্রশ্ন (১৫টি এমসিকিউ ও ১০টি এককথায় উত্তর) | ২৫ | ১×২৫=২৫ |
সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন (Short question) (১০টি থেকে ১০টির উত্তর দিতে হবে) | ১০ | ২x১০=২০ |
রচনামূলক প্রশ্ন (দৃশ্যপটবিহীন) Essay type question (Without situational (৫টি থেকে ৩টির উত্তর দিতে হবে।) | ৩ | ৫x৩=১৫ |
রচনামূলক প্রশ্ন (দৃশ্যপটনির্ভর) (৭টি থেকে ৫টির উত্তর দিতে হবে।) Essay type question (situational) প্রতিটি দৃশ্যপটের বিপরীতে দুটি অংশ থাকবে | ৫ | ৮×৫=৪০ |
* ১০০ নম্বরের মধ্যে পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে ৭০%-এ কনভার্ট করা হবে। | মোট=১০০ |
শিখনকালীন মূল্যায়ন: কাজের বিবরণ ও মানবণ্টন
আইটেমের নাম (Item type) | নির্ধারিত নম্বর/ওয়েটেজ |
---|---|
অ্যাসাইনমেন্ট/ব্যবহারিক কাজ (Assignment/Practical work) – একটি করে নমুনাসহ | ১০ |
অনুসন্ধানমূলক কাজ/প্রকল্প/প্রতিবেদন উপস্থাপন (inventory work, project proposal, report presentation) একটি করে নমুনাসহ | ১০ |
শ্রেণির কাজ (পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন)- একটি করে নমুনাসহ | ১০ |
মোট = ৩০ |
মূল্যায়ন কাঠামো (NCTB প্রদত্ত)
শিখনকালীন | সামষ্টিক |
---|---|
৩০% | ৭০% |
অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০২৪ এর জন্য NCTB প্রদত্ত স্কুল ও মাদ্রাসার বাংলা বিষয়ের সিলেবাস (পাঠ্যক্রম)
ক্র. | অধ্যায় | অভিজ্ঞতার নাম |
---|---|---|
১ | প্রথম | প্রয়োজন বুঝে যোগাযোগ করি |
২ | দ্বিতীয় | প্রমিত বলি প্রমিত লিখি |
৩ | তৃতীয় | লেখা পড়ি লেখা বুঝি |
8 | চতুর্থ | শব্দ বুঝি বাক্য লিখি |
৫ | পঞ্চম | বিবরণ লিখি বিশ্লেষণ করি |
৬ | ষষ্ঠ | সাহিত্য পড়ি সাহিত্য লিখি |
অধ্যায়-১ : প্রয়োজন বুঝে যোগাযোগ কর => শ্রেণিভিত্তিক অর্জনোপযোগী যোগ্যতা এ শিখন অভিজ্ঞতার মধ্য দিয়ে আমি যে যোগ্যতা অর্জন করব-
- প্রয়োজন বুঝে যোগাযোগ করতে পারব।
- পরিস্থিতি অনুযায়ী যোগাযোগের ক্ষেত্রে চিন্তা ও অনুভূতি প্রকাশ করতে পারব।
- যোগাযোগের উদ্দেশ্য এবং কার্যকর উপায়ে যোগাযোগ করার কৌশল নিয়ে আলোচনা করতে শিখব।
- গল্পের মধ্যে প্রাসঙ্গিক ও অপ্রাসঙ্গিক কথা খুঁজে বের করতে পারব।
- গল্পের সর্বনাম ও ক্রিয়ার রূপ পরিবর্তন করতে পারব।
- নির্দিষ্ট প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে বাস্তবে যোগাযোগ করতে শিখব।
COMMENTS