গ্রামের বাড়িতে নেমন্তন্ন জানিয়ে বন্ধুকে চিঠি | আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে পত্র বা চিঠি
গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখার আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে পত্র | পত্র বা চিঠি | ভাষা ও শিক্ষা
প্রিয় ‘ক’,
দিন আসে দিন যায়, মাস পেরিয়ে একসময় বছরও কেটে যায়। স্মৃতি-বিস্মৃতির দোলায় জীবনও থেমে থাকে না। সুখ- দুঃখকে বয়ে নিয়ে সেও ধেয়ে চলে। তার গন্তব্য কোথায় আমরা কেউ জানি না বলেই জীবনের আগামী দিনগুলোর অপেক্ষায় থাকি। কিন্তু ফেলে আসা দিনগুলোকে কী ভোলা যায়? গ্রামের বাড়িতে দুজনে গাঁয়ের ধুলোবালি মেখে একই সঙ্গে বড় হয়েছি। একই সঙ্গে লেখাপড়া করেছি। তুমিই আমার একমাত্র শৈশবের বন্ধু ছিলে। কপাল মন্দ, এস. এস. সি পরীক্ষার পরই তুমি তোমার মা-বাবার সঙ্গে চলে গেলে বিদেশে। এরই মাঝে প্রায় দু বছর গত হল গত চিঠিতে লিখেছিলে আগামী মাসে দেশে ফিরবে।
জানি দেশে ফিরলেও হয়তো-বা তোমরা গ্রামে আসবে না, তোমার বাবা তো গ্রাম সহ্যই করতে পারেন না। গ্রামের সব জমিজমা বিক্রি করে শহরে বাড়ি করেছেন। কিন্তু বন্ধু, আমি বলি কি, দেশে ফিরলে তুমি গ্রামে চলে এসো, আমাদের বাড়িতে আমার সঙ্গেই থাকবে— তোমাকে আমন্ত্রণ। বন্ধু তমাল—নদী, পুকুর, বন-বনানী আর পাখিদের কলকাকলিতে মুখর সেই গ্রামের কথা কি তোমার মনে পড়ে না? রাতের জোনাকি পোকাদের দেখলে মনে হয় টিপটিপ করে আলো জ্বালিয়ে ওরা যেন তোমাকে আর আমাকে খুঁজছে। যে ছোট ছোট গাছ তুমি দেখে গিয়েছিলে এখন সেগুলো অনেক বড় হয়েছে। সবুজে ঢেকে গেছে প্রকৃতি। তুমি যদি গ্রামে বেড়াতে আসো তাহলে দুজনে মিলে ঘরের উঠোনে সারা রাত জেগে গল্প করব আর জোছনা-রাত উপভোগ করব। পুকুরে সাঁতার কাটার কথা নিশ্চয়ই তুমি ভুলে যাও নি। আসবে তো? আজ আর নয়। খালাম্মা খালুকে আমার সালাম জানিও।
ইতি
রানা
বার্ষিক পরীক্ষার পর প্রিয় বন্ধুকে গ্রামে বেড়াতে আসার আমন্ত্রণ জানিয়ে পত্র
প্রিয় তন্নী,
তোমার আবেগঘন চিঠির জন্য আমি কৃতজ্ঞ। আমি জানতে পেরেছি যে আগামী ১০ মে থেকে তোমার স্কুল গ্রীষ্মের ছুটি উপলক্ষে বন্ধ থাকবে। ঐ একই তারিখ থেকে আমাদের স্কুলও বন্ধ হয়ে যাচ্ছে। আমি আমার নিজ গ্রামের বাড়িতে ছুটি কাটানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি তোমাকে পাংশায় আমাদের সাথে এই গ্রীষ্মের ছুটি কাটাতে আমন্ত্রণ জানাচ্ছি।শহুরে কর্মময় পরিবেশের দীর্ঘ বন্দিশালা থেকে মুক্তি পেয়ে আপনি গ্রামাঞ্চলে সুখী বোধ করবে। গ্রামীণ পরিবেশ আপনার মনকে সতেজ করবে এবং আপনার কর্মশক্তি পুনরুদ্ধার করবে। শান্ত নদী- চন্দনার কোলঘেষে আমাদের গ্রামটি, যেখানে সাঁতার কাটা এবং নৌকা ভ্রমণ এলাকাবাসীর মধ্যে অতি জনপ্রিয়। সন্ধ্যায় সূর্যাস্তের আলোতে লাল আভার বিচ্ছুরণ নদীর ওপর সহসাই দেখা যায়। মৃদু-মন্দ-কোমল বাতাসের স্পর্শ সকালের পরিবেশ ভ্রমণকে আরো উপভোগ্য করে তোলে।
আমাদের বাড়ির পিছনে নানা জাতের মাছে ভরা একটি বড় পুকুর রয়েছে। তুমি এটাও জান আমাদের বাড়ির সাথেই সংযুক্ত আমাদের বিশাল আমের বাগান। তাছাড়াও আমাদের ফলের বাগানে আম, কালো বেরি, কাঁঠালসহ সব ধরনের তাজা ফল পাওয়া যায়। আমাদের গ্রামের বাড়িতে শহরের জীবনের কোনো কোলাহল নেই। এই নিরিবিলি জায়গায় প্রকৃতির বুকে মানসিক ও আধ্যাত্মিক পরিতৃপ্তি পাওয়া যায়। তোমার আগমনে তুমি প্রকৃতির সান্নিধ্যে আসার সুযোগ পাবে। তাছাড়া, আমার বাবা-মা তোমার সঙ্গ পেয়ে খুব খুশি হবেন।আশা করি খুব শীঘ্রই দেখা পাব। আমাকে বলতে দিন যে আপনি প্রত্যাখ্যান করলে আমি খুব হতাশ হব। তোমার পিতামাতাকে আমার শুভেচ্ছা দিও।
ইতি
তোমার স্নেহের
মারিয়া
বার্ষিক পরীক্ষার পর প্রিয় বন্ধুকে গ্রামে বেড়াতে আসার আমন্ত্রণ জানিয়ে পত্র :
প্রিয় হিসান,পত্রের প্রথমেই তোকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। আমার পরীক্ষা শেষ হয়ে গেছে আশা করি দু-একদিনের মধ্যেই তোর পরীক্ষা শেষ হয়ে যাবে । পরীক্ষা শেষ হয়ে গেলে বিকেল তিনটের ট্রেনে ভাইকে সঙ্গে করে তুই আমার বাড়ি চলে আসবি। সামনে সোমবার অর্থাৎ চার দিন পর আমাদের নদী মেলা অনুষ্ঠিত হইবে,। খুব ধুম হবে। গতকাল আমি হোস্টেল থেকে ফিরেছি । ফিরে প্রথম দিকে বাড়িতে বেশ ভালোই লাগছিল। কিন্তু এখন ফাঁকা ফাঁকা লাগে। তুই এলে খুব ভালো লাগবে । আমাদের গ্রামের নদীটা এখান থেকে দু-মিনিটের হাঁটা পথ। বিকেলে দু-জনে নদীর ধারে বসে গল্প করব, সূর্যাস্ত দেখব। সকালটাও দারুণ লাগবে। বিশেষ কিছু লিখছি না, সাক্ষাতে কথা হবে। তোর বাবা মাকে সালাম জানিয়ে শেষ করলাম।
তোর প্রিয় বন্ধু
আদনান
COMMENTS