ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র মডেল টেস্ট
প্রতিটি বিষয়ের সম্পূর্ণ সিলেবাসের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে সর্বমোট ২০টি পরীক্ষা একাডেমিক স্কুল এর পক্ষ থেকে নেওয়া হবে। প্রতিটি পরীক্ষার সকল প্রশ্নের বিস্তারিত সমাধানসহ পিডিএফ উত্তরমালা তোমাদেরকে দেওয়া হবে। যা একাডেমিক স্কুল থেকে সংগ্রহ করে তোমরা বাসায় বসেই অনুশীলন করতে পারবে।
বোর্ড পরীক্ষার পূর্বে বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্জন, পরীক্ষাভীতি দূরীকরণ এবং খুঁটি-নাটি ভুলগুলো শুধরে নিয়ে বোর্ড পরীক্ষার জন্য শিক্ষার্থীদেরকে সম্পূর্ণরূপে প্রস্তুত করার লক্ষ্যে একাডেমিক স্কুলের এ মডেল টেস্ট গ্রহণ। আশা করছি, আমাদের এ উত্তরসহ মডেল টেস্টগুলো তোমাদের ধারাবাহিক প্রস্তুতিকে আরো জোরদার এবং কার্যকরী করে তুলবে।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র মডেল টেস্ট - ১
১. তিনদিকে সমুদ্রবেষ্টিত কোরিয়া উপদ্বীপ একটি অনুর্বর অঞ্চল। একসময় শহরের কিছু লোকজন ব্যবসায় বাণিজ্য করলেও গ্রামের লোকদের পশুপালন বা মাছ শিকার ছাড়া অন্য কোনো কাজের উপায় ছিল না। জীবন-জীবিকার জন্য তারা চুরি, ডাকাতি, প্রতারণা ও লুটতরাজ করতে বাধ্য হতো।
ক. ‘জাজিরাতুল আরব’ অর্থ কী?
খ. উটকে ‘মরুভূমির জাহাজ’ বলা হয় কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত কোরিয়া উপদ্বীপের সাথে তোমার পঠিত কোন অঞ্চলের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের আলোকে উক্ত অঞ্চলের অধিবাসীদের ওপর ভৌগোলিক অবস্থার প্রভাব মূল্যায়ন কর।
২. রংপুর, দিনাজপুর অঞ্চলে খরার কারণে তেমন কোনো শস্যাদি জন্মায় না। সেখানকার আবহাওয়া বেশ প্রখর। মৌসুমি বায়ুর প্রভাবে এ অঞ্চলে মাঝে মাঝে বৃষ্টিপাত হয়। আবহাওয়ার এমন প্রতিকূলতা সেখানকার জনগণকে রুক্ষ ও কষ্টসহিষ্ণু করে গড়ে তুলেছে।
ক. গাছের রানি বলা হয় কোন গাছকে?
খ. মানবসভ্যতা বলতে কী বোঝ?
গ. উদ্দীপকের বর্ণনার সাথে পাঠ্যবইয়ের সাদৃশ্যপূর্ণ স্থানের আবহাওয়ার বর্ণনা দাও।
ঘ. উক্ত স্থানের আবহাওয়া এর অধিবাসীদের চারিত্রিক বৈশিষ্ট্যে কোনো প্রভাব ফেলেছে কি? মতামত দাও।
৩. নিজ এলাকায় শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এবং চুরি, ডাকাতি, ছিনতাই, হানাহানি প্রতিরোধ করার লক্ষ্যে রসুলপুর এলাকার কয়েকজন যুবক একটি সমিতি গঠন করেন। তাদের এ মহৎ উদ্যোগ সফল হয় এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় থাকে।
ক. কত সালে মহানবি (সা.) নবুয়তপ্রাপ্ত হন?
খ. বায়তুল মাল কী? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের সমিতি প্রাচীন আরবের কোন সংগঠনকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত সংগঠনের কার্যাবলি সম্পাদনে মহানবি (সা.)-এর কৃতিত্ব মূল্যায়ন কর।
৪. সিন্ধু সভ্যতা প্রাচীন সভ্যতাগুলোর অন্যতম। এটি একটি নগরভিত্তিক সভ্যতা। এদের লিখন পদ্ধতি ছিল চিত্রভিত্তিক। সিন্ধু সভ্যতা নগরভিত্তিক হলেও তাদের ছিল উন্নত কৃষি ব্যবস্থা। যব, গম, তুলাসহ নানা রকম ফসল তারা উৎপন্ন করত। উন্নত ফসল উৎপাদনের জন্য তারা জমিতে বাঁধ দিত। বন্যার পানিকে সংরক্ষণ করে কাজে লাগাত। আবার নাথা কেটে জলসেচের মাধ্যমে পানি এনে ফসলের মাঠে সরবরাহ করত।
ক. ইতিহাসের জনক কে?
খ. উটকে ‘মরুভূমির জাহাজ’ বলা হয় কেন ?
গ. উদ্দীপকে সিন্ধু সভ্যতার লিখন পদ্ধতির সাথে প্রাচীন কোন সভ্যতার লেখনীর মিল রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. “সিন্ধু সভ্যতার কৃষি ব্যবস্থা মিশরীয় সভ্যতার কৃষি ব্যবস্থারই প্রতিচ্ছবি”- উক্তিটি ব্যাখ্যা কর।
৫. ‘ক’ সম্প্রদায়ের দলনেতা আকস্মিকভাবে মৃত্যুবরণ করলে তাদের দলনেতা নির্বাচন নিয়ে গোত্রের লোকদের মধ্যে সংঘাত দেখা দেয়। কারণ তিনি কোনো উত্তরাধিকারী মনোনীত করেননি। গোত্রের বয়োজ্যেষ্ঠ আবুল কাশেমকে নেতা নির্বাচিত করা হয়। আবুল কাশেম ছিলেন অত্যন্ত প্রাজ্ঞ এবং প্রয়াত দলনেতার অত্যন্ত আস্থাভাজন।
ক. খিলাফত শব্দের অর্থ কী?
খ. মজলিস-উশ শুরা কী? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের ঘটনার সাথে ইসলামের ইতিহাসের কোন ঘটনার মিল রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. “উক্ত ঘটনা আসন্ন সংঘাত থেকে মুসলিম উম্মাহকে রক্ষা করেছিল”- বিশ্লেষণ কর।
৬. মহানবি (সা.)-এর দুনিয়া থেকে চলে যাওয়ার পর খুলাফায়ে রাশেদিনের যুগ শুরু হয়। দীর্ঘ ৩০ বছরের বেশি তারা রাসূলের নির্দেশনা অনুযায়ী দেশ শাসন ও পরিচালনা করে। তারা তাদের ইচ্ছামতো নিজে নিজে নির্বাচিত হননি। বরং তাদেরও নির্বাচনের নির্দিষ্ট একটা পদ্ধতি যা প্রক্রিয়া ছিল। যার মাধ্যমে তারা খলিফা হয়েছিলেন।
ক. যুন্নুরাইন কার উপাধি?
খ. খোলাফায়ে রাশেদিন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে নির্দেশিত খলিফাদের প্রথম জনের নির্বাচন পদ্ধতি বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে নির্দেশিত খলিফাদের তৃতীয় জনের নির্বাচন পদ্ধতি বর্ণনা কর।
৭. মজিদ সাহেব একজন ধর্মপ্রাণ মুসলমান হলেও কূটকৌশল গ্রহণের মাধ্যমে শাসনব্যবস্থা গ্রহণ করে গণতান্ত্রিক পদ্ধতি পরিত্যাগ করে বিশেষ ধরনের শাসনতন্ত্র কায়েম করেন। এতে তিনি ধর্মের সাধারণতান্ত্রিক আদর্শের মূলে কুঠারাঘাত করেন।
ক. ‘উমাইয়া সাধু’ নামে পরিচিত ছিলেন কে?
খ. কাকে এবং কেন রাজেন্দ্র বলা হয়?
গ. মজিদ সাহেবের সাথে সাদৃশ্যপূর্ণ পাঠ্যবইয়ের শাসকের ক্ষমতা লাভের উপায় ব্যাখ্যা কর।
ঘ. ‘নবপ্রতিষ্ঠিত বংশের প্রতিষ্ঠাতা কূটনৈতিকভাবে ছিলেন সফল’ বিশ্লেষণ কর।
৮. মহরমের ১০ তারিখে ঢাকায় বিশাল মিছিল হলো, যা তাজিয়া মিছিল নামে খ্যাত। উক্ত মিছিলে একটি নাম উচ্চৈঃস্বরে বারবার উচ্চারিত হচ্ছিল। মিছিলে যে নামটি বারবার উচ্চারিত হচ্ছিল তাকে কারবালার যুদ্ধে ইয়াজিদ বাহিনী নির্মমভাবে হত্যা করে।
ক. উমাইয়া খিলাফতের প্রতিষ্ঠাতা কে?
খ. কাকে ইসলামের ৫ম খলিফা বলা হয়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উচ্চৈঃস্বরে উচ্চারিত নামটি কার? উক্ত ব্যক্তিকে কীভাবে হত্যা করা হয়? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত নামটির সঙ্গে সংশ্লিষ্ট যুদ্ধের কারণসমূহ বর্ণনা কর।
৯. মালাগার স্বৈরাচারী সরকারের কার্যক্রমে সাধারণ মানুষ যখন অতিষ্ঠ হয়ে পড়েছিল তখন আফেন্দি বংশের সেলিম নামের বিপ্লবী এক নেতার উত্থান ঘটে। তিনি সরকারের এ সকল জনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার উৎখাতের কর্মসূচির ডাক দেন। কর্মসূচিকে বেগবান ও সফল করার জন্য তিনি নানামুখী প্রলোভন ও প্রতিশ্রুতির বিনিময়ে বিভিন্ন ভুক্তভোগী শ্রেণি ও সম্প্রদায়ের সমর্থন পেয়ে উক্ত সরকারের পতন ঘটাতে সক্ষম হন।
ক. ‘ক্রুসেড’ শব্দের অর্থ কী?
খ. আবু মুসলিম খোরাসানির পরিচয় দাও।
গ. উদ্দীপকের উল্লিখিত বিপ্লবী নেতা সেলিমের সাথে আব্বাসি কোন খলিফার মিল রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের আশ্বাস ও প্রতিশ্রুতিই আব্বাসি আন্দোলনকে সফল করেছিল- মূল্যায়ন কর।
১০. অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতারোহণের পশ্চাতে মুখ্য। ভূমিকা রেখেছিলেন সেনাপতি ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার সাহসিকতা, জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। অবশেষে সুলতান কৌশলে তাকে হত্যা করেন।
ক. আব্বাসিদের শেষ খলিফার নাম কী?
খ. আব্বাসি কারা? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের ঘটনার সাথে কোন আব্বাসি খলিফার কর্মকা-ের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. আব্বাসিদের ক্ষমতারোহণের পশ্চাতে উক্ত সেনাপতির অবদান মূল্যায়ন কর।
১১. স্বৈরতান্ত্রিক মনোভাবের অধিকারী প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন বিভিন্ন গুণাবলির অধিকারী হলেও তার মধ্যে প্রবল সন্দেহপ্রবণতা ছিল। রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য অনেক ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বীকে তিনি নির্মমভাবে সরিয়ে দেন। আসলে ইরাকের জটিল রাজনৈতিক, জাতিগত বিদ্বেষ, বিভিন্ন গোষ্ঠী ও সম্প্রদায়ের আত্মকলহ তাকে কঠোর হতে বাধ্য করেছিল। সাদ্দাম হোসেন বিভিন্ন কৌশলে শতধাবিভক্ত ইরাকিদের একত্রিত করে দীর্ঘমেয়াদি শাসন কায়েম করতে সক্ষম হন।
ক. ‘আল মনসুর’ শব্দের অর্থ কী?
খ. আল মনসুর বাগদাদে রাজধানী স্থাপন করেছিলেন কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে প্রতিদ্বন্দ্বীর প্রতি আচরণ খলিফা আল মনসুরের কোন কর্মকাণ্ডের অনুরূপ? ব্যাখ্যা কর।
ঘ. দীর্ঘমেয়াদি শাসন কায়েমে সাদ্দাম হোসেনের চেয়ে আল মনসুর আরও দূরদর্শী ছিলেন- উক্তিটি মূল্যায়ন কর।
COMMENTS